ঘরোয়া স্বাস্থ্য টিপস

ক)খুশকি দূর করবার জন্যে নিমপাতার রস,200 গ্রাম তেল মিশিয়ে গরম করে নিতে হবে। খ)মাথা যন্ত্রণা,অনিদ্রা এবং মাইগ্রেনের যন্ত্রণা দূর করবার জন্য সকলে সন্ধ্যায় খালি পেটে এবং রাতে ঘুমাবার সময় নাকে বাদাম তেল পাচঁ ফোটা করে দিলে মাথার যন্ত্রণা,অনিদ্রা,স্মৃতি দৌবল্য,মাথায় ভারী ভারী লাগা,প্যারালাইসিস,ডিপ্রেশন,সাইনাস কাজ সাথে সাথেই কাজ করা গ)কোন স্থানে কেটে গেলে গাঁদা পাতার বাটা প্রলেপ লাগলে রক্ত পড়া বন্ধ হয়। ঘ)বাড়িতে আটা ফুরিয়ে গেছে, খামে স্ট্যাম্পে লাগাবেন,ন্যাচারাল কালার নেলপলিশ বাবহার করুণ। ঙ)নেইপলিশ শুকিয়ে জমে গেলে ইউক্যালিপটাস তেল দিন।
চ)এক লি: জলে দু চার চামচ ডিটার জেণ্ট গুলে ঝাকিয়ে নিন।এবার ষ্প্রেগান পিচকারিতে ভরে ঘরের আনাচে কানাচে যেখানেই আরশোলা উপদ্রব বেশি সেখানে স্প্রে করুন আরশোলা মরবে। ছ)মোমবাতি জ্বালানো আগে যদি বার্নিশ লাগাতে পারেন,এতে মোমবাতি সহজেই গলবে না। জ)ক্যান্ডেল হোন্ডার মোমবাতি বসার আগে তেল মাখি,এতে মোমবাতি তুলতে সমস্যা হবে না। ঝ)ঘরের মধ্যে মশার উপদ্রব কমাতে চাইলে বৈদ্যুতিক আলোটি হলুদ মেলোফোন জড়িয়ে নিন মশার উপদ্রব কমবে। স) রোজ সকালে ঘুম থেকে উঠেই মাথা ব্যাথা জন্য তাদের সমাধান আপেল।আপলের বাইরের আস্তরন ফেলে সামান্য লবন মিশিয়ে খালি পেটে খেলে ভালো।টানা দুই সপ্তাহ। শ)পানি নাড়া চাড়ার কাজ বেশি করলে একটি বাটিতে অল্প হলুদের গুড়া ও ময়দা বা বেসন দিয়ে ধুয়ে ফেলুন। ষ)পিপড়া তাড়ানোর জন্য লবঙ্গ ব্যবহার করতে হবে।

Comments

Popular posts from this blog

শীতকালে শিশুদের প্রয়োজনীয় যত্ম টিপস ও টোটকা

জেম্মা চ্যান তার শীর্ষ স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করে, যার মধ্যে রয়েছে $ 10 'সিক্রেট ওয়েপন' আই ক্রিম

Samsung Galaxy Buds 2 পর্যালোচনা